খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

খুলনা বিভাগে শনাক্ত ৪.০৬ শতাংশ, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার করোনায় আরো ৫ জনের মৃত্যু.jpg

খুলনা বিভাগে করোনা সাংক্রমণ কমেছে। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ১ হাজার ৭২২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ০৬ শতাংশ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৯ জন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃতদের মধ্যে কুষ্টিয়ায় দুই জন ও যশোরে এক জন রয়েছেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১২ হাজার ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬ হাজার ৩৬৫ জন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৬৭ জনের। এ ছাড়া যশোরে ৪৯১ জন, ঝিনাইদহে ২৬৬, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮১, বাগেরহাটে ১৪৪, নড়াইলে ১২১, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়া ও ঝিনাইদহে ১৮ জন করে। এ ছাড়া খুলনায় সাত জন, বাগেরহাট এক জন, সাতক্ষীরায় চার জন, যশোরে ১৩ জন, নড়াইল দুই জন, মাগুরায় তিন জন, চুয়াডাঙ্গায় শূন্য ও মেহেরপুরে চার জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!