খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

খুলনা বিভাগে বাড়ছে সংক্রমণ : শনাক্ত ৪১৯, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ১ হাজার ৬৭৬টি নমুনা পরীক্ষায় ৪১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ২৫ শতাংশ। একই সময়ে বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৪১৯ জন।

এর মধ্যে যশোর জেলায় সর্বোচ্চ ১২৯ জনের শনাক্ত হয়েছে। আর খুলনায় ১২৬ জন, কুষ্টিয়ায় ৫৫ জন, ঝিনাইদহে ৪৬ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া চুয়াডাঙ্গায় ১৫ জন, মাগুরায় ২৯, সাতক্ষীরা ও নড়াইলে ১০ জন করে; চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৫ জন করে এবং বাগেরহাটে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৫ হাজার ৪০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪২৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে। আর মোট মারা গেছেন ৩ হাজার ১৯৮ জন।

শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৪২৬ জন।

এ ছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮০৯ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।

খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের ২০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আইসিইউতে একজন, রেডজোনে তিনজন এবং ইয়েলো জোনে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!