খুলনা বিভাগে ফের বাড়ছে করোনার সংক্রমণ। নতুন বছরের শুরুতেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি মাসের প্রথম দিন করোনায় আক্রান্ত নতুন রোগী ছিল মাত্র ৫ জন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সেই সংখ্যা দাড়িয়েছে ৫৪ জনে। আর ২৪ ঘন্টায় খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন। এর আগে বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৬০ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগের করোনা শনাক্তের সংখ্যা ৫৪ জন। এর মধ্যে সীমান্তবর্তী জেলা যশোরেই ১৬ জন শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ১৩ জন ও খুলনায় ৯ জন শনাক্ত হয়। এ ছাড়া ঝিনাইদহে ৭ জন, সাতক্ষীরা ও নড়াইলে তিনজন করে, বাগেরহাটে ২ জন ও মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৩ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৩২ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ১৯৫ জন।
শনাক্ত এবং মৃতের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮০৯ জন। এ ছাড়া শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৬৯ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।
খুলনা গেজেট/ এস আই