বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাথে খুলনা বিভাগীয় বন্ধু মিডিয়া ফোরামের ভার্চুয়্যাল মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) বিকেলে সভায় হিজড়াকে আর হিজড়া না বলে তৃতীয়লিঙ্গের সদস্য বলার অঙ্গিকার করা হয়। সভায় প্রতিবেদন পেশ করেন সংগঠনের আহবায়ক খলিলুর রহমান সুমন।
সভায় ফোরামের একজন সদস্য সাইফুল ইসলাম সম্প্রতি বন্ধুর মিডিয়া ফেলোশিপ পাওয়ায় বন্ধুকে ধন্যবাদ জানানো হয়। সভায় বলা হয়, করোনাকালিন সময়ে তৃতীয় লিঙ্গের সদস্যরা নানাভাবে কস্ট ভোগ করেন। বিশেষ করে টিকা দেয়ার ক্ষেত্রে নানা সমস্যায় তারা পড়ছেন।
সভায় অংশ নেন বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির ম্যানেজার (পলিসি এডভোকেসী) মোঃ মশিউর রহমান, সংগঠনের যুগ্ম আহবায়ক এনামুল হক, মহেন্দ্রনাথ সেন, হেদায়েৎ হোসেন মোল্লা, কৌশিক দে বাপী, এএইচএম শামীমুজ্জামান, এইচ এম আলাউদ্দীন, মাহবুবুর রহমান মুন্না, নিপা মোনালিসা, সাইফুল ইসলাম, পাখি দত্ত, সজল আহমেদ, সেজান আহমেদ প্রমূখ।
খুলনা গেজেট/এমএইচবি