খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

খুলনা বা‌রে ভোট গ্রহণ চল‌ছে

‌নিজস্ব প্রতি‌বেদক

খুলনা জেলা আইনজীবী স‌মি‌তির নির্বাচনে চল‌ছে ভোট গ্রহণ। সকাল সা‌ড়ে আটটা থে‌কে শুরু হ‌য়ে বির‌তিহীনভা‌বে বি‌কেল চারটা পর্যন্ত চল‌বে। এবা‌রের নির্বাচ‌নে ১৩৭৫ জন ভোটার তা‌দের ভোট প্রদান কর‌বেন।

সকাল থে‌কে ভোটারা স্বতস্ফুর্তভা‌বে ভোট প্রদান কর‌তে কে‌ন্দ্রে আস‌ছেন। প্রতিদ্ব‌ন্দ্বি প্রার্থীরা নি‌জে‌দের প‌ক্ষে ভোটা‌দের নিকট দোয়া চা‌ই‌ছেন। ১৪‌টি প‌দের বিপরী‌তে ২৮ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন। প্রার্থী‌দের প্রাণসঞ্চরনা যোগা‌তে দুই দ‌লেরই সিনিয়র নেতাকর্মীরা ভোট‌কে‌ন্দ্রে উ‌প‌স্থিত হ‌য়ে‌ছেন। বেলা পৌ‌নে ১১ টা পর্যন্ত আদালত চত্ব‌রে কোন অপ্রীতিকর ঘটনা ঘ‌টে‌নি। ভোট কে‌ন্দ্রের আ‌শেপা‌শে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

এবা‌রের নির্বাচ‌নে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে এড. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এড. এস এম তারিক মাহমুদ তারা । অপরদিকে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে এড. সেখ নুরুল হাসান রুবা ও সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান নান্নু।

প্যানেল দু’টির সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে এড. জি এম আমান উল্লাহ ও মোঃ নজরুল ইসলাম এবং সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে এড. হালিমা আক্তার খানম ও এড. মো: মহসিন চৌধুরী।

একইভাবে যুগ্ম-সম্পাদক পদে এড. তমাল কান্তি ঘোষ ও এড. সৈয়দ মো: এহতেশামুল হক জুয়েল, লাইব্রেরি সম্পাদক এড. এম এম কবীর আশরাফুল আলম রাজু ও এড. জয়দেব কুমার সরদার এবং সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এড. তামিমা লতিফা স্নিগ্ধা ও এড. নরুন নাহার নাজমুন নেছা রয়েছেন।

সদস্য পদে প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন যথাক্রমে, এড. নওশীন বর্ষা, এড. আব্দুস শফিক মোল্লা জনি, এড. রোমানা তানহা, এড. অশোক কুমার গোলদার, এড. সেখ মুনিরুজ্জামান মনির, এড. মেহেদী হাসান, এড. প্রজেশ রায়, এড. এস এম আনিছুর রহমান, এড. মোল্লা হাবিবুর রহমান, এড. মো: মুজাহিদুল ইসলাম, এড. রানীমা খাতুন, এড. শাকিরা ফেরদৌস, এড. আ, ফ, ম মুস্তাকুজ্জামান ও এড. জি এম মশিউর রহমান।

খুলনা গেজেট




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!