খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

খুলনা বা‌রে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পে‌য়ে‌ছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। ১৪ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা।

অপরদিকে যুগ্ম সম্পাদক ও এক‌টি সদস্যপদে বিজয়ী হয়েছেন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ।

নির্বাচনে সভাপতি পদে এড. সাইফুল ইসলাম ৮১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেখ নুরুল হাসান রুবা পেয়েছেন ৩৯৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৬৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. এস, এম, তারিক মাহমুদ তারা। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি এড. মোল্লা মশিয়ুর রহমান নান্নু পেয়েছেন ৫০৮ ভোট।

এছাড়া বিজয়ী অন্যরা হ‌লেন, সহ সভাপতি এডভোকেট জি এম আমানুল্লাহ (৬২০), এ্যডভোকেট মোঃ নজরুল ইসলাম (৬৫৭),যুগ্ম সম্পাদক এডভোকেট সৈয়দ মোঃ এহতেশামুল হক জুয়েল (৬৫০), লাইব্রেরী সম্পাদক এডভোকেট এম এম কবীর আশরাফুল আলম রাজু (৬৬২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তামিমা লতিফ সিন্ধা (৬০১) এবং সদস্য এডভোকেট অশোক কুমার গোলদার (৬০১), এডভোকেট নওশীন রহমান বর্ষা(৭৮৫), এডভোকেট মেহেদী হাসান (৭৬৯), এডভোকেট আব্দুস শফিক মোল্যা জনি (৭১১), এডভোকেট সেখ মুনিরুজ্জামান মনির (৬৬৪), এডভোকেট রোমানা তানহা (৬২৫), এডভোকেট রানীমা খাতুন (৫৪০)।

নির্বাচনে মোট ১ হাজার ৩৭৫ জনের মধ্যে ভোট প্রদান করেন ১ হাজার ২৩১ জন। রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে আট টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

 

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!