খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের পূর্ণ প্যানেলে প্রার্থী তালিকা চূড়ান্ত হলেও সর্বদলীয় আইনজীবী পরিষদ এখনও চূড়ান্ত করতে পারেনি। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২ নভেম্বর বিকেল ৪ টা। আগামী ২৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ না করলেও ইতিমধ্যে প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। গত ১৮ অক্টোবর নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ৭ নভেম্বের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৪ নভেম্বর বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য এড. এফ এম আক্তারুজ্জামান জানান, পরিবেশ ভালো থাকলে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৪ টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। চূড়ান্ত ভোটার তালিকা ২৮ অক্টোবর জানা যাবে। তফসীল অনুযায়ী নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করা হবে বলে তিনি আরও জানিয়েছেন।
নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ইতিমধ্যে তারা লিফলেট বিতরণ ও প্রচারনা শুরু করছেন। অপরদিকে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী ঠিক হলেও চূড়ান্ত হয়নি পূর্ণাঙ্গ প্যানেল।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান এড. মো: লিয়াকত আলী মোল্লা জানান, ভোটার তালিকা চূড়ান্ত না হলেও খসড়া হিসাব অনুযায়ী ভোটার সংখ্যা এক হাজার তিনশ’ ৭৩ জন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থীরা হলেন, সভাপতি পদে এড. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এড. এস এম তারিক মাহমুদ তারা। সহ-সভাপতি পদে এড. জি এম আমান উল্লাহ ও এড. নজরুল ইসলাম। যুগ্ন সম্পাদক এড. তমাল কান্তি ঘোষ, লাইব্রেরি সম্পাদক এড. এম এম কবীর আশরাফুল আলম রাজু এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. লতিফা স্নিগ্ধা। সাত জন সদস্য হলেন, এড. নওশীন রহমান বর্ষা, এড. আব্দুস শফিক মোল্লা জনি, এড. রোমানা তানহা, এড. অশোক কুমার গোলদার, এড. সেখ মুনিরুজ্জামান মনির, এড. মেহেদী হাসান ও এড. প্রজেশ রায়।
অপরদিকে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও অন্যান্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হলেন যথাক্রমে সেখ নুরুল হাসান রুবা ও মোল্লা মশিউর রহমান নান্নু। তবে শিগগিরই পূর্ণ তালিকা প্রকাশ করা হবে বলে মশিউর রহমান নান্নু জানিয়েছেন।
খুলনা গেজেট/এএ