খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

খুলনা নগরীতে গণ টিকার জন্য ১৯৬ ভ্যাক্সিনেটর প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

করোনা নির্মূলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন ১৯৬ জন ভ্যাক্সিনেটর প্রস্তুত করেছে। রোব ও সোমবার ছয় দফায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩১ টি ওয়ার্ডে ৯৩ টি কেন্দ্রে শুক্রবার ছাড়া সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকা প্রদান করা হবে ৭ আগষ্ট থেকে।

কেসিসি টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য মাষ্টারপ্লান করেছে। বয়োজ্যেষ্ঠ ও নারীদের প্রাধান্য দেওয়া হবে। টিকাদানের সময়সূচী শেষ হওয়ার পর ভ্যাক্সিনেটরদের কেন্দ্রে একঘন্টা অবস্থান করতে বলা হয়েছে। প্রশিক্ষণে ইপিআই কর্মী, নার্স, প্যারা মেডিকেলের ছাত্রী ও অবসরপ্রাপ্ত কর্মীরা অংশ নেন। কেসিসি’র স্বাস্থ্য ভবনে ২৮ হাজার ৩৯ ডোজ মডার্ণা ও ৫ হাজার ৪৭৮ ডোজ সিনোফার্মার টিকা মজুদ রয়েছে।

মহানগরীর পুলিশ হাসপাতাল, খুমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, শেখ আবু নাসের হাসপাতাল ও নেভী ক্যাম্পের উপশমে নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। রবিবার প্রশিক্ষণ নেওয়া যক্ষা প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ার সবিতা মজুমদার জানান, টিকাদান সম্পর্কে তিনি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। ১৮ বছরের উর্ধের যে কোন নারী-পুরুষ ন্যাশনাল আইডি কার্ড আনলেই তিনি টিকা গ্রহণ করতে পারবেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!