খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

খুলনা জেলার ১৪২তম বর্ষপূর্তি আজ, দিনভর নানা আয়োজন

 নিজস্ব প্রতিবেদক

আগামীকাল ২৫ এপ্রিল মঙ্গলবার খুলনা দিবস, খুলনা জেলার ১৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা ও চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর শিল্প ও বন্দরনগরী ঐতিহ্যবাহী খুলনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রূপসা ও ভৈরব নদীর তীরে খুলনার অবস্থান। নদ-নদী বিধৌত হযরত খানজাহান আলী (রহ.) এর স্মৃতি বিজড়িত শহর, সুন্দরবনের কোল ঘেষা অপরূপ এ জেলাটি লম্বা আকৃতির ও চৌকা ধরনের। দেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম।

১৮৪২ সালে ভৈরব-রূপসা বিধৌত পুণ্যভূমি নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দপ্তর স্থাপিত হয় খুলনায়। খুলনা মহকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশদের প্রশাসনিক এলাকা বৃদ্ধি এবং ভৌগলিক অবস্থার কারণে খুলনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মাত্র ৪০ বছরের ব্যবধানে ৪ হাজার ৬৩০ বর্গমাইল এলাকা, ৪৩ হাজার ৫০০ জনসংখ্যা অধ্যুষিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। আর সেই পরিসংখ্যান অনুযায়ী খুলনার ১৩৯তম শুভ জন্মদিন আজ। এর আগে খুলনা ছিল যশোর জেলার মহকুমা।

দিবসটি পালনের জন্য বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ০৯টায় খুলনা দিবসের কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন অনুষ্ঠান।

এদিকে খুলনা দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার (২৪ এপ্রিল) বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এক প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় দলমত নির্বিশেষে খুলনার সকল শ্রেণী-পেশার মানুষকে খুলনা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়।

সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামান পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মিজানুর রহমান জিয়া, পরিবেশ সম্পাদক এস.এম ইকবাল হোসেন বিপ্লব, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আজম খান, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, আফজাল হোসেন রাজু, মুন্সী জাকির হোসেন, মোঃ আতিয়ার রহমান, মোঃ আব্দুল হান্নান, প্রমিতি দফাদার প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!