খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

লকডাউন শিথিল

খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ঈদুল আজহা পালনের সুবিধার্থে বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ৮ দিনের জন্য শিথিল করা হয়েছে। বিধিনিষেধ শিথিল হওয়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দূরপাল্লার বাস ফের চালু হয়েছে। বুধবার ( ১৪ জুলাই) সন্ধ্যার পর থেকেই খুলনা থেকে ছেড়েছে বেশকিছু দূরপাল্লার বাস।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, বিধিনিষেধ শিথিল হওয়া খুলনা থেকে বাস চলাচলের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে আজ রাতে খুলনা থেকে কয়েকটি দূরপাল্লার বাস ছেড়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে খুলনা থেকে ২১ রুটে আন্ত:নগর এবং দূর পাল্লার বাস বৃহস্পতিবার সকাল থেকে চলাচল শুরু হবে। তিনি বলেন, দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। ঈদের আগে বাস চলাচল শুরু হলে অন্তত সেই দূর্ভোগ কিছুটা লাঘব হবে।

সোহাগ পরিবহণ খুলনা কেডিএ শাখার ম্যানেজার মো. মাহাবুবুর রহমান বুলবুল বলেন, বিধি নিষেধ শিথিল করায় সন্ধ্যার পর থেকেই স্বাস্থ্যবিধি মেনে ঢাকা গাবতলী, মহাখালীসহ বেশকিছু রুটে উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সবগুলো রুটে বাস চলাচল শুরু হবে।

বুধবার (১৪ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, ‘আজ (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগের আরোপিত বিধিনিষেধ শিথিল থাকলেও করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ বিস্তার রোধকল্পে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।’

‘এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন- বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ঈদুল আজহা পালনের সুবিধার্থে ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। অর্থাৎ করোনা সংক্রমণ ঠেকাতে এতদিন যে বিধিনিষেধ ছিল তা এই ৮ দিন আর থাকছে না। তবে ঈদুল আজহার পর আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। ওই ১৪ দিন পোশাক কারখানাসহ সব কলকারখানাও বন্ধ থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!