খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হোসনেয়ারা চম্পা সভাপতি এবং নাজনীন নাহার কনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রীক। সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা শহীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (তৎকালীন) হোসনেয়ারা চম্পা।
খুলনা গেজেট/ টি আই