বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কেটে জন্ম বার্ষিকী পালন করেছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারির নেতৃত্বে নেতৃবৃন্দ খুলনা বেতারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি বি এম এ ছালাম, যুগ্ম-সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, অসিত বরন বিশ্বাস, জামিল খান প্রমূখ।
অপরদিকে বিকালে জেলা দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ। সভাপতি তার বক্তৃতায় বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বিধায় বাংলাদেশ স্বাধীন হয়েছে।
প্রচার সম্পাদক জোবায়ের আহম্মদ খান জবা সভা পরিচালনা করেন। সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকীতে সকল নেতাকর্মীর বুকে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান, এর ব্যত্বয় হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আ’লীগের সহ সভাপতি এ্যাডভোকেট এম এম মুজিবর রহমান, এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বিএমএ ছালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, ধর্ম বিষয়ক সম্পাদক তারিক হাসান মিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-দপ্তর সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম , জেলা আওয়ামী লীগের সদস্য বুলু রায় গাঙ্গুলী, শিউলি সরোয়ার, অমিয় অধিকারী প্রমূখ। সূত্র : প্রেস রিলিজ।
খুলনা গেজেট/এমএইচবি