খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, আর্থিক ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর আহবান: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ড. ইউনূস
  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হল

গেজেট ডেস্ক 

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভা সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আহসান হাবীব জানান, পরিবর্তিত পরিস্থিতিতে মেট্রোপলিটন এলাকায় ঘটে যাওয়া যেকোন অপরাধমূলক ঘটনাকে গুরুত্বের সাথে আমলে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিছু তালিকাভুক্ত সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তারও করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিন উৎসবের সময় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নগরীর ৩৩টি গির্জায় পুলিশের বিশেষ প্রহরা থাকবে। ইংরেজি নববর্ষ ও বড়দিন উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে কোন উদ্বেগ নেই।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন সভায় জানান, জেলায় ডেঙ্গুর প্রকোপ অনেকটা কমেছে, ফলে হাসপাতালগুলোয় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তিও কমেছে। জেলায় এ বছর ডেঙ্গুতে আজ পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৫ জন। তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্যসেবার মান ঠিক রাখতে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলমান আছে।

পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সভায় জানান, সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা বন্ধে সুন্দরবন ঘেষা দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও তরুণ-যুবকদের মাদক থেকে দূরে রাখতে জুমআর খুতবায় ইমামদের মোটিভেশনাল আলোচনার গুরুত্ব রয়েছে। সম্মানিত ইমামদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করা হয়েছে। আসন্ন বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য জেলা পুলিশ সজাগ রয়েছে। মবজাস্টিসের নামে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা জরুরি।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সচরাচর অপরাধমূলক কর্মকান্ড সংঘঠিত হয় এমন স্থানগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর কিছুটা কমেছে, তবে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে তদারকি অভিযান চলমান থাকবে। শীতে অতিথি পাখি শিকার ও বেচাকেনা বন্ধে স্থানীয় প্রশাসনে কর্মরত ব্যক্তি এবং সচেতন নাগরিকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। পর্যটন মৌসুমে সুন্দরবন ও খুলনা অঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের যে কোন ধরনের হয়রানির সুযোগ বন্ধ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!