খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
প্রকল্পের সম্ভাব্য ব্যয় দুই হাজার কোটি টাকা

খুলনা জেলখানা খেয়াঘাটে ভৈরব নদীর উপর সেতু নির্মাণের পরিকল্পনা

একরামুল হোসেন লিপু

খুলনা জেলখানা খেয়াঘাটে ভৈরব নদীর উপর সেতু নির্মাণের একটি পরিকল্পণা গ্রহণ করেছে খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

খুলনা সওজ সূত্রে জানা যায়, সম্প্রতি সওজ খুলনা সড়ক বিভাগের আওতায় পরিকল্পনাধীন কাজ সমূহের একটি বিবরণী তৈরি করেছে। বিবরণীর ১৪নং তালিকায় শ্রীফলতলা-সেনেরবাজার (জেড-৭০৪২) সড়কের ১ম কিলোমিটার এ ভৈরব নদীর উপরে জেলখানা ঘাট সেতু নির্মাণ নামে একটি প্রকল্প তৈরি করেছে। জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটির দৈর্ঘ্য হবে ১ হাজার ৩০০ মিটার এবং প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার কোটি টাকা।

এছাড়া রূপসা উপজেলার সঙ্গে খুলনা শহরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে জেলখানা খেয়াঘাটের ভৈরব নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গত ২৯ নভেম্বর বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর সড়ক ভবন ঢাকা থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ব্রিজ ম্যানেজমেন্ট উইং এর সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সার্কেল এবং সেতু ডিজাইন সার্কেলের কর্মকর্তাবৃন্দ খুলনার জেলখানা খেয়াঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

সওজ এর একটি সূত্র জানায়, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো তৈরির ক্ষেত্রে স্ব স্ব এলাকার স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা পরামর্শ এবং তাঁদের নির্দেশনা মোতাবেক প্রকল্প গুলো তৈরি করা হয়।

এছাড়া দিঘলিয়া, তেরখাদা ও রূপসা উপজেলার (খুলনা-৪ আসন) সঙ্গে খুলনা শহরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ২০১৪ সালের ৭ জুলাই দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামের কৃতি সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান জেলখানা খেয়াঘাট ভৈরব নদীর উপর, দিঘলিয়ার নগর ঘাট ভৈরব নদীর উপর এবং দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের আতাই নদীর উপর তিনটি সেতু নির্মাণের প্রস্তাব সম্বলিত একটি ডিও লেটার তৎকালীন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রদান করেছিলেন। ডিও নং (২৪. ৩৯.১৬. ০০. ০০.৩১.২০১৪ – ৮৯) তাং ১৬/০৭/২০১৪। ওই ডিও লেটার এর অনুলিপি তিনি তৎকালীন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও প্রয়াত খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজা কাছেও প্রদান করেছিলেন।

দেশের আর্থসামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সারাদেশে উন্নত যোগাযোগ নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে সরকার নানাবিধ পরিকল্পনা প্রণয়ন করছে। বর্তমান সরকারের ‌‘রুপকল্প-২০২১ ও রুপকল্প-২০৪১’ এর মধ্যেও উন্নত এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা বিদ্যমান রয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে সরকারের এসব পরিকল্পনা বাস্তবে রুপ দিতে সড়ক ও জনপথ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‘মুজিব বর্ষের অঙ্গীকার, গড়বো উন্নত সড়ক নেটওয়ার্ক’ এই শ্লোগানকে সামনে রেখে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) খুলনা জোন খুলনা সড়ক বিভাগের আওতাধীন খুলনাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একের পর এক বিভিন্ন ধরণের প্রকল্পের প্রস্তাবনা তৈরি করছে এবং অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবে রুপ দিতে খুলনা সওজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জেলখানা খেয়াঘাট দিয়ে প্রতিদিন রুপসা, তেরখাদা, দিঘলিয়া উপজেলা গাজীরহাট, তেরখাদা এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার হাজার হাজার মানুষ মালামালসহ জীবনের ঝুঁকি নিয়ে ভৈরব নদী পারাপার হতে হয়। প্রতি বছর বর্ষা মৌসুমে নদী পারাপারের সময় এ সকল মানুষগুলোর দূর্ভোগ এবং জীবনের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। স্বাধীনতার ৫০ বছর পরও জনগুরুত্বপূর্ণ ভৈরব নদীর এ স্থানটিতে কোন সেতু নির্মিত হয়নি। এ ছাড়া রুপসা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি জেলখানা খেয়াঘাটে ভৈরব নদীর উপর সেতু নির্মাণের। তাঁদের সে দাবি এবং স্বপ্ন বাস্তবে রুপ নিক এটাই খুলনাবাসীর প্রত্যাশা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!