খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির সভাপতি মাকছুদ, সম্পাদক রেজাউল

নিজস্ব প্রতিবেদক

খুলনা খাদ্য পরিবহণ (সড়ক পথ) ঠিকাদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাকসুদ আলম খাজা মোমবাতি প্রতীকে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তফা কামাল খোকন চেয়ার প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে কেএম রেজাউল আলম মই প্রতীকে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সেলিম রেজা টেলিফোন প্রতীকে পেয়েছেন ১০২ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোতাহার রহমান বাবু। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ২৬৩ জন ভোটারের মধ্যে ২৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ১১টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, উর্ধ্বতন সহ-সভাপতি- মোঃ বেল্লাল হোসেন (দোয়েল পাখি), সহ-সভাপতি- শেখ হারুন অর রশিদ(হরিণ), সহ-সাধারণ সম্পাদক- এমডি নজরুল ইসলাম (কলস), সাংগঠনিক সম্পাদক- মোঃ রিপন হাওলাদার(হাঁস), দপ্তর সম্পাদক- সৈয়দ মোঃ খায়রুল্লাহ(টেবিল), প্রচার সম্পাদক- মোঃ জাহিদুর রহমান মোল্লা(উড়োজাহাজ), কোষাধ্যক্ষ- মোল্লা আবুল কাশেম(পাখা), ক্রীড়া সম্পাদক- মো. আবু সালেহ নূর পরশ (ফুটবল) ও কার্য নির্বাহী সদস্য- এম লুৎফর রহমান(প্রজাপতি)।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!