খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতির কাছে অভিভাবকদের দেওয়া নয় দফা অভিযোগের তদন্ত আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ম্যানেজিং কমিটি তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছেন। গত জুন মাসে কর্তৃপক্ষ উপাধ্যক্ষ পদে নিয়োগ দেন।
ঠিকানাবিহীন পাঁচজন অভিভাবক গত ২১ সেপ্টেম্বর নয়া উপাধ্যক্ষ মাহফুজুর রহমানের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতির কাছে নয় দফা অভিযোগ করেন। জেলা প্রশাসক এ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি। উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে নিয়োগের সময় দাখিল করা অভিজ্ঞতার সনদ সত্য নয়। অভিভাবকদের অভিযোগ নয়া উপাধ্যক্ষের স্নাতকোত্তোর সনদে সমস্যা আছে। তিনি ইনডেক্সধারী শিক্ষক নন, তালা সুভাষিনী কলেজে চার বছর শিক্ষকতা করেননি, সৃষ্টি সেন্ট্রাল কলেজের উপাধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন না, ও শহীদ মডেল স্কুলের অধ্যক্ষ ছিলেন না।
ম্যানেজিং কমিটি গত ১৩ অক্টোবর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিনকে তদন্ত কর্মকর্তা মনোনীত করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে তদন্ত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তিন-চার দিনের মধ্যে এর প্রতিবেদন দাখিল করা হবে।
উপাধ্যক্ষ মাহফুজুর রহমান বলেন, তার বিরুদ্ধে এটি একটি মহলের ষড়যন্ত্র মাত্র। তিনি জুন মাসে নিয়োগ পেয়েছেন। আর এ নিয়োগ বোর্ডের ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও স্কুলের অধ্যক্ষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবেদনকারী অভিভাবকদের আমার শিক্ষাগত সনদ সম্পর্কে এবং আমার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা থাকার কথা নয়। এর পেছনে এক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অংশ ইন্ধন দিচ্ছে ।
খুলনা গেজেট/এএ