খুলনা ও বাগেরহাট জেলায় পৃথক অভিযানে বাজার তদারকিকালে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২৮ অক্টোবর) এ অভিযান চালানো হয়েছে।
খুলনার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানিয়েছেন, জেলার বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার দু’টি বাজারে তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ছয়টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আলু ও পেয়াজের পাইকারি ও খুচরা মূল্য যাচাই করা হয়। একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পিঁয়াজ, আলু ও চালের বাজার তদারকি করা হয়। অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। অপরদিকে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
খুলনা গেজেট/এআইএন