বিভাগীয় পর্যায়ে এসএমই পণ্যমেলা রবিবার (২৭ মার্চ) থেকে শনিবার (২ এপ্রিল) পর্যন্ত খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে। মেলায় ৮০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, রবিবার (২৭ মার্চ) বিকেল চারটায় সার্কিট হাউস মাঠে এসএমই মেলার উদ্বোধন করা হবে। মেলা চলাকালে প্রতিদিন মেলার মঞ্চে আলোচনা সভা, সেমিনার, উদ্যোক্তাদের জন্য সহায়ক পরামর্শ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মেলা প্রাঙ্গণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে।
সভায় এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী, সহকারী পুলিশ কমিশনার এসএম বায়জিদ ইবনে আকবর, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংগঠন নাসিবের সভাপতি মোঃ ইফতেখার আলি বাবু প্রমুখ বক্তৃতা করেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/এএ