খুলনা, বাংলাদেশ | ২৬ আশ্বিন, ১৪৩১ | ১১ অক্টোবর, ২০২৪

Breaking News

  টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  হিযবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ভারত

খুলনা উপকূলে কাল থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আজ দুপুরে উপকূল এলাকায় এক ঝলক বৃষ্টি হয়েছে। দিনভর রৌদ্র তাপ ছিল প্রখর। ‘গুলাব’ নামক ঘূর্ণিঝড় আজ সন্ধ্যায় উড়িষ্যা ও অন্ধপ্রদেশ অতিক্রম করবে। এর প্রভাবে উপকূলের দমকা হাওয়ার আশংকায় মংলা সমুদ্র বন্দরে ২নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ক্রমান্বয়ে আরও একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। ২৮ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় উৎপন্ন হতে পারে। তার প্রভাবে কাল থেকে দু’ তিন দিন হালকা ও মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে উপকূ‌লে।

ঘূর্ণিঝড় ‘গুলাব’ শক্তিশালী হওয়ার আশংকা কম। আম্পান বা ইয়াসের মত ক্ষতির সম্ভবনা নেই। খুলনা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা ও মংলা এলাকায় দু’ তিন দিন মাঝারী ধরণের বৃষ্টিপাত হতে পারে। ২৮ সেপ্টেম্বর উৎপন্ন ঘূর্ণিঝড় কি রূপ নিতে পারে তা এ মুহুর্তে তিনি বলতে পারেননি। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। নিম্নাঞ্চলের শাক সবজি ডুবে যেতে পারে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, এ বছরের জুন মাসে ৪৬৮ মিঃমিঃ, জুলাই মাসে ৫৩২ মিঃমিঃ এবং আগস্ট মাসে ২০৩ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ২০২০ সালের জুন মাসে ৩৫০ মিঃমিঃ এবং জুলাই মাসে ২২৩ মিঃ মিঃ বৃষ্টিপাত রেকর্ড হয়। গত বছরের চেয়ে বৃষ্টি বেশি হওয়ায় আমন ধানে সেচ সুবিধা লাগেনি। একই সাথে আগাম শীতের সবজি চাষ রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!