খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন

খুলনা উপকূলে অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণের দাবি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনাঞ্চলের উপকূলে টেকসই বাঁধ নির্মাণের দাবি জোরদার হচ্ছে। শুক্রবার (২৮ মে) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে বক্তারা এ দাবি জানান।

বক্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, “স্থানীয় নেতৃবৃন্দের প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। প্রতিবছর কোটি কোটি টাকা বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হলেও তা যথাযথভাবে কাজে লাগানো হয় না। ফলে সামান্য জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে লোকালয়ে। উপকূলের লাখ লাখ মানুষ আজ আপনার উদ্যোগের দিকে তাকিয়ে আছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে কক্সবাজার মেরিন ড্রাইভের মতো খুলনা থেকে সাতক্ষীরা পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করে এ অঞ্চলের মানুষের জানমাল রক্ষা করুন। এতে শুধু পর্যটন শিল্প নয়, উপকূলের মানুষের জীবনমানও উন্নত হবে।”

এ সময় বক্তারা ‘ত্রান চাই না, টেকসই ভেরিবাঁধ চাই’, ‘উপকূলের কান্না শুনতে কি পান না?’ সহ একাধিক শ্লোগানে মুখরিত করে রাখেন এ মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা বলেন, ষাটের দশকের বেড়িবাঁধ প্রায় অর্ধশত বছর ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। এ কারণে সামান্য ঝড় বা জলোচ্ছ্বাসের কথা শুনলেই আঁতকে ওঠে উপকূলের মানুষ। তারা ঝড়কে ভয় পায় না, উপকূলের মানুষ ভয় পায় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়াকে। উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ না থাকার কারণে ২০০৯ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলায় সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর এবং খুলনার দাকোপ, কয়রা এলাকায় ব্যাপক ক্ষতি হয়। কয়েক বছর সাগরের লোনাপানিতে বন্দী থাকতে হয় হাজার হাজার পরিবারকে। এ সময় টিকতে না পেরে শত শত মানুষ উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে গেছে।

এ সময় তারা আরো বলেন, আইলার সময়ই উপকূলীয় এলাকার ভঙ্গুর বাঁধ টেকসই করার বিষয়ে আলোচনা শুরু হয়। কিন্তু এক যুগেও তা আর হয়নি। এ কারণে সামান্য জোয়ারের পানিতে বাঁধ ভেঙে উপকূলীয় এলাকা প্লাবিত হচ্ছে। কয়রা, শ্যামনগর, আশাশুনির এমন চিত্র এখন দেশবাসীর কাছে নতুন নয়।

দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের আয়োজনে খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের সহযোগিতায় এ মানববন্ধনে সংগঠনের সভাপতি সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৌরভ গাইন। এসময় বক্তব্য রাখেন আমরা খুলনাবাসীর আহবায়ক মাহাবুবুর রহমান খোকন, খুলনা ব্লাড ব্যাংকের উপদেষ্টা জিয়াউর রহমান স্বাধীন, কমলেশ বাছাড়, মোঃ সালাউদ্দিন শান্নু, মোঃ তারিকুজ্জামান, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা জি এম মহিউদ্দিন, উন্নয়নকর্মী নুরুর রহমান বাচ্চু, আবু হানিফ, মীর লিটন হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!