খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

খুলনা আবৃত্তি উৎসব শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

খুলনা আবৃত্তি উৎসব শুক্রবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে খুলনা আবৃত্তি উদযাপন পরিবারের উদ্যোগে বিভাগের ১০ জেলার আবৃত্তিশিল্পীদের সমন্বয়ে আয়োজন করা হয়েছে দিনব্যাপী দশের উচ্চারণে।

খুলনা আবৃত্তি উদযাপন পরিবারের আয়োজনে খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বিভাগীয় আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়েছে। খুলনা বিভাগের দশ জেলার বাচিক শিল্পীরা স্বাস্থ্যবিধি মেনে এ উৎসবে অংশগ্রহন করবেন। তাদের মনোমুগ্ধকর আবৃত্তি আশা করি মন ভরিয়ে দিবে দর্শকদের।

বর্ণাঢ্য এ উৎসবে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন খুলনা আবৃত্তি উদযাপন পরিবারের আহবায়ক কাজল ইসলাম ও সদস্য সচিব মো. তরিকুল ইসলাম তারেকসহ উৎযাপন পরিষদের সদস্যরা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!