খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় ৭ ঘন্টার ব্যবধানে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৫৫ মিনিটে মধ্যে তাদের মৃত্যু হয়।
এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে ।
খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২০৪ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯ জন, বাগেরহাট ৯ জন ও বরিশাল জেলার ১ জন রয়েছে।
করোনায় মৃত ব্যক্তিরা হচ্ছে আমিনুর রহমান মোল্লা (৮০), নুরুল ইসলাম (৭৫), মিজানুর আকন এবং রেহেনা বেগম (৬১)।
করোনা ডেডিকেটেড হাসপাতালের সূত্র মতে, নড়াইল জেলার কালিয়া উপজেলা সিংহাসপুর এলাকার বাসিন্দা মৃত গণি মোল্লার পুত্র আমিনুর রহমান মোল্লা করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ মে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় মারা যান। বাগেরহাট শরনখোলা রাজাপুর এলাকার বাসিন্দা মৃত মহব্বত আলীর পুত্র নুরুল ইসলাম গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল পৌনে ১০টায় মারা যান।
এছাড়া বাগেরহাট মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা আঃ রবের পুত্র মিজানুর আকন গত ২৮ মে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১২টায় মারা যান। একই দিনে দুপুর পৌনে ১টায় রেহানা বেগম নামে এক করোনা রোগী মারা যান। সে নগরীর মিয়া পাড়া এলাকার বাসিন্দা আতাউর রহমান স্ত্রী। করোনায় আক্রান্ত হলে তাকে গত ৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা গেজেট/এমএইচবি