আগামী ৯ ফেব্রুয়ারি-’২৩ থেকে খুলনায় শুরু হচ্ছে ৬ দিনব্যাপী বিভাগীয় পিঠা উৎসব। ৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় খুলনার শেরে বাংলা রোডে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.হামিদ। সভাপতিত্ব করবেন জাতীয় পিঠা উদ্যাপন পরিষদ, খুলনা বিভাগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রায় ৫০ টি স্টলে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠা তৈরি, প্রদর্শনী ও বিক্রি করা হবে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের পিঠা। এ ছাড়া প্রতিদিন বিকেল ৪টি থেকে উৎসব মঞ্চে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
৬দিনব্যাপী পিঠা উৎসব উপলক্ষে স্টল বরাদ্দ করা হচ্ছে। স্টল নেয়ার জন্য জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ খুলনা বিভাগের সদস্য সচিব শামীমা সুলতানা শীলু (মোবাইল নং ঃ ০১৭১৫-১০৬৮৯০) ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহার ( মোবাইল নং ঃ ০১৭১৭-৫৫৬১০৩) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড