খুলনা জেলার দাকোপ,কয়রা, বটিয়াঘাটা, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলায় নবনির্বাচিত ৩৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন- দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমেদ, দাকোপ সদর ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে জালাল উদ্দিন গাজী, বাজুয়া ইউনিয়নে মানস কুমার রায়, লাউডোব ইউনিয়নে শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায়।
কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে মো. আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে মো. নুরুল ইসলাম সরদার এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. আছের আলী।
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে শেখ মোঃ আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম মিলন।
পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল মান্নান গাজী, রাড়ুলী ইউনিয়নে আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে শাহজাদা মো. আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মো. কওছার আলী জোয়াদ্দার।
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে মো. হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে মো. জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, স্থানীয় সরকার উপ-পরিচালক ইকবাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় ২০ সেপ্টেম্বর খুলনার ৫ উপজেলার ৩৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/ টি আই