খুলনা, বাংলাদেশ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল
  যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স-ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
  খুলনার পিকচার প্যালেস মোড়ে আগুন, অস্থায়ী মার্কেট পুড়ে ছাই

খুলনায় ১০ ঘন্টার ব্যবধানে করোনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ১০ ঘন্টার ব্যবধানে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, খুলনার শফিকুল ইসলাম(৬০) ও নড়াইলের উজ্জ্বল শেখ (৪০)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৪২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সিদ্দিকীয়া মহল্লার মৃত সোনা মিয়ার ছেলে। ৩ মে তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

এর আগে ভোর ৫ টা ৪০ মিনিটে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল শেখের মৃত্যু হয়। তিনি নড়াইল লোহাগড়া মল্লিকপুর এলাকার মোকাব্বর শেখের ছেলে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!