খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনায় সুধিজনের ভালবাসা ও শুভেচ্ছায় সিক্ত কালের কণ্ঠ

গেজেট ডেস্ক

দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষ দৈনিক কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজনীতিক, চিকিৎসক, কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের ভালবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয় কালের কণ্ঠ পরিবার।

কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা কমিটি মঙ্গলবার (১০ জানুয়ারি) এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১২টায় নগরীর বকশীপাড়া লেনের কালের কণ্ঠের দপ্তরে কেককাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য ও তরুণ আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু, খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম, কবি দুখু বাঙাল, যুবলীগ নেতা হারুন আর রশিদ, সাবেক ছাত্রনেতা তসলিম হুসাইন তাজ, সাংবাদিক আবু তৈয়ব, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, আবু হেনা মোস্তফা জামাল পপলু, মহেন্দ্র নাথ সেন, শেখ হেদায়তুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শরিফুল ইসলাম সেলিম, নাগরিক সংগঠক এস এম সোহরাব হোসেন, যুব সংগঠক কাজী মাহবুব, হাসিবুর রহমান আসিফ, কার্তিক রুদ্র দাস, রাজিব সরকার, মোহাইনুল ইসলাম মাহিন, অমৃত মন্ডল, শুভদীপ্ত মন্ডল, সাইফুর রহমান প্রমুখ।

এর আগে সকাল ৭টায় নগরীর বাংলাদেশ মোড়ে সংবাদপত্রসেবীদের সঙ্গে কেককাটা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা হকার্স ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তালুকদার, প্রবীণ সংবাদপত্রসেবী ইমাম হোসেন, ইউনিয়ন নেতা জাহাঙ্গীর কাজী, মো. শাহীন, মিন্টু গাজী প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানমালার সমন্বয় করেন কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান ও সিনিয়র রিপোর্টার গৌরাঙ্গ নন্দী। অতিথিদের শুভেচ্ছা জানান কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান।

অনুষ্ঠানে অতিথিরা অনুভূতি ব্যক্ত করে বলেন, সংবাদপত্রের জগতে আলোড়ন তুলে কালের কণ্ঠ যাত্রা শুরু করে। দীর্ঘ ১৩ বছরে বিভিন্ন শ্রেণিপেশার পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করায় অন্যতম শীর্ষ দৈনিকে পরিণত হয়েছে।এ যাত্রা অব্যাহত রাখতে তৃণমূলের খবরকে আরো প্রধান্য দিতে হবে। শুধু সমস্যা বা সংকট নয়,পত্রিকাটিকে এসব থেকে উত্তরণের পথও দেখাতে হবে।

গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!