খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকার আটরা গিলাতলা প্রতিনিধি সাইফুল্লাহ তারেক(৩৫) খুলনা খানজাহান আলী থানাধীন গফফার ফুড মোড় এলাকা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
রবিবার(২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই খানজাহানআলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় গণমাধ্যম কর্মী মিহির রঞ্জন বিশ্বাস বলেন, সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বাড়ির পাশেই এ ঘটনা ঘটেছে। ঘটনার পরেই পুলিশ এসে কয়েকজনকে আটক করেছে। আহত সাইফুল্লাহ তারেককে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই ইসতিয়াক বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদেও জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে কেন সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে তা নিশ্চিত হতে পারিনি।
খুলনা গেজেট/ এস আই