খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

খুলনায় সম্মেলন ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত যুবলীগ

 নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন পর একই মঞ্চে অনুষ্ঠিত হবে খুলনা মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন। নগরীর সার্কিট হাউজ সংলগ্ন শহীদ শেখ রাসেল টেনিস কমপ্লেক্সে ২৪ জানুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে ব্যস্ততায় দিন পার করছেন নেতারা। প্রস্তুতি সভা, সভা ও সমাবেশ, কর্মী বৈঠকসহ নানা কাজে সময় পার করছেন নেতাকর্মী।

যুবনেতারা জানিয়েছেন, সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  বাগেরহাট- ০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি, শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলসহ স্থানীয় আওয়ামী লীগ ও কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ। সম্মেলন সফল করতে ক্ষমতাসীন দলের যুুব সংগঠনটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি চলতে নেতৃত্ব প্রত্যাশীদের নানা কৌশল।

এদিকে মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকালে নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।

জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল এর সভাপতিত্বে ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য মৃনাল কান্তি জোয়ার্দার, খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড. শামীম আল সাইফুল সোহাগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ নবীরুজ্জামান বাবু, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। প্রস্তুতি সভা শেষে নেতৃবৃন্দ নগরীতে সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল বের করে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!