আগামী ১৮ ফেব্রুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে খুলনায় ফের মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি ও যুবলীগ।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির পদযাত্রা কর্মসূচি। বিকেল ৩টায় এই কর্মসূচি শুরু হবে।
একই দিন বিকেল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর যুবলীগ। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতে।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, শনিবার বিকেল ৩টায় মহানগর বিএনপির পদযাত্রা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পিকচার প্যালেস মোড়, শিববাড়ি হয়ে রয়্যাল চত্ত্বরে গিয়ে শেষ হবে। কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচি গণমিছিলে রূপ নেবে।
তিনি বলেন, একই দিন অন্য কোনো কর্মসূচির বিষয়টি জানা নেই। তবে বানচালের যতো চেষ্টাই হোক না কেন পদযাত্রা সফল হবেই।
এদিকে খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ জানান, ‘পদযাত্রা’র নামে বিএনপি জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগন ও পুলিশের উপর হামলার প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ ফেব্রুয়ারি বুধবার নগরীর ৫ থানায় বিকাল চারটায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পাল্টাপাল্টি নয়, কেন্দ্রের নির্দেশে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করা হবে।