এবারে নারী দিবসে খুলনার অনলাইন ভিত্তিক নারী গ্রুপ ‘ললনার রান্নাঘর’-এ ছিল ভিন্নধর্মী আয়োজন। প্রায় ৩শ’ ললনাদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে ছিল লাইভ মিউজিক, ললনার মেম্বরদের ডান্স পারফরম্যান্স, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, রেফেল ড্রসহ অনেক কিছু।
গত বুধবার(৯ মার্চ) নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ গ্রুপ হতে সারা বছরই বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণও করা হয়।
উল্লেখ্য, ‘ললনার রান্নাঘর’ অনলাইন গ্রুপটি কোন বিজিনেস গ্রুপ না। রান্নাঘরকে ঘিরেই গ্রুপের কার্যক্রম। গৃহিনী, মহিলা বা মেয়েদের স্বপ্ন দেখার গ্রুপ। স্বপ্ন দেখতে দেখতে অনেকেই নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছে।
খুলনা গেজেট/ এস আই