খুলনায় লকডাউন আরও সাতদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) শুরু হয়ে লকডাউন চলবে ৫ জুলাই পর্যন্ত। সোমবার (২৮ জুন) দুপুরে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা ও মহানগর কমিটির সভায় লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার খুলনা গেজেটকে বলেন, পূর্ব ঘোষিত লকডাউন সোমবার রাত ১২টায় শেষ হবে। এই লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে জাতীয়ভাবে ঘোষিত লকডাউন শুরু হলে জেলা পর্যায়ে জাতীয় নির্দেশনা প্রতিপালন করা হবে।
এদিকে বিকালে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২৯ জুন) সকাল ৬টা থেকে ৫ জুলাই সোমবার রাত ১২টা পর্যন্ত সব ধরনের দোকানপাট, শপিংমল, কোচিং সেন্টারসমূহ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচা বাজারের দোকান প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ে হোটেল-রেস্তোরাঁসমূহ শুধু অনলাইনে খাবার সরবরাহ করতে পারবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লকডাউন চলাকালীন খুলনা রেলস্টেশনে ট্রেনের আগমন এবং বহির্গমন বন্ধ থাকবে। একইসঙ্গে জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ইজিবাইক, থ্রি হুইলারসহ সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, সব ধরনের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে সব ধরনের সাপ্তাহিক হাট অথবা গরুর হাট বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে অবস্থানকালে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
খুলনা জেলা ও মহানগরীর সকলকে কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলতে হবে। অন্যথায় দন্ডবিধি ১৮৬০ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।