খুলনার সদর এবং সোনাডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় শুক্রবার (৪ জুন) করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় সকাল ১০টা থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন এর ২৪(২) ও ২৫(২), দঃ বিঃ ১৮৬০ সালের ২৬৯ ধারা এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক সাত জনকে ছয় হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সদর থানার বাগমার এলাকার কাশেম হাওলাদারের ছেলে মোঃ বাবুল’কে তিন’শ টাকা, বসুপাড়া এলাকার ছলেমান মোল্লার ছেলে মহিউদ্দিন মোল্লাকে এক’শ টাকা, শেখপাড়া এলাকার গোলাম রাসুলের ছেলে আমানুল্লাহকে দু’শ টাকা, কদমতলা এলাকার সোহরাব হোসেনের ছেলে লিমন কে দু’শ টাকা, সোনাডাঙ্গা এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ নাজমুল ইসলাম কে পাঁচ হাজার টাকা, সোনাডাঙ্গার হাসানবাগ এলাকার শেখ আশরাফ আলীর ছেলে শেখ দেলোয়ার কে পাঁচ’শ টাকা এবং খালিশপুর পিপলস জুট মিল এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে দীন মোহাম্মদ কে দু’শ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন।
পরবর্তীতে খুলনা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানায় আদায়কৃত ছয় হাজার পাঁচশ টাকা সরকারি কোষাগারে জমা করেন।
খুলনা গেজেট/ এস আই