খুলনা খানজাহান আলী (রূপসা ব্রীজ) সেতুর পশ্চিম পাশে চেক পোষ্ট এলাকা থেকে একজন নারীসহ আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এসময়ে দু’টি গরু ও বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। বুধবার দিবাগত রাতের এঘটনায় আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাগেরহাটের ফকিরহাট থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল- বাগেরহাটের কচুয়ার নরেন্দ্রপুর এলাকার মোঃ উজ্জল কাজীর স্ত্রী রোকসানা বেগম (৩০), খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনা এলাকার মৃত নাজিম সরদারের ছেলে মোঃ রেজাউল সরদার (৩৮), একই এলাকার মৃত ফটিক হাওলাদারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক হাওলদার (৪০)। এছাড়া বাগেরহাটের কচুয়ার নরেন্দ্রপুরের বাসিন্দা আকুব্বর কাজীর ছেলে মোঃ উজ্জল কাজী (৩৪) ও ফকিরহাটের ছোট খাজুরা এলাকার মৃত হযরত আলীর ছেলে ইমরান শেখ (৩১)সহ অজ্ঞাতনামা ৩/৪জন পালিয়ে যায়।
র্যাব সূত্রে জানা গেছে, গরু চুরি করে পিকআপ যোগে খুলনা শহর থেকে রূপসা ব্রীজের দিকে যাচ্ছে এমন খবরেরভিত্তিতে অভিযান চালানো হয়। রূপসা ব্রীজের পশ্চিম পাশে শান্তা ফার্নিচার ও ডোর সেন্টার দোকানের সামনে থেকে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পিকআপে গরুসহ গরু চোরদের গ্রেপ্তার করে র্যাব। এসময়ে দু’টি গরু, একটি পিকআপ, তিনটি মোবাইল ফোন ও সাতটি সীমকার্ড জব্দ করা হয়।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানা যায়, তারা পলাতক আসামীদের সাথে পরস্পর যোগসাজসে বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে অন্যত্র বিক্রি করাই তাদের পেশা। এঘটনায় বাগেরহাটের ফকিরহাট থানায় মামলা হয়েছে।
খুলনা গেজেট/এআইএন