মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি অভিযানিক দল। শনিবার ডুমুরিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামির নাম মো: জাহাঙ্গীর হোসেন। সে সোনাডাঙ্গা থানা এলাকার মাহাতাব উদ্দিন বিশ্বাস সড়কের মোজাহিদুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, সোনাডাঙ্গা থানার একটি মাদক মামলায় জাহাঙ্গীরের ছয় মাসের সাজা হয়। সাজা হওয়ার পর থেকে পলাতক ছিল সে। শনিবার রাতে গোপন সংবাদ পেয়ে তার অবস্থান নিশ্চিত হয়ে ডুমুরিয়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় তাকে আটক করা হয়। পরে সোনাডাঙ্গা থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএ