খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

খুলনায় রেস্টু‌রেন্ট কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন মোল্যা বাড়ীর মোড় এলাকায় রেস্টুরেন্ট কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর রাতে এঘটনা ঘটে। নিহত ইকবাল (১৮) খুলনার নিউ মার্কেটের রোভার্স ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে চাকরি করতো। নিহত ইকবাল হোসেন (১৮) বি: বাড়িয়ার নবীনগরের বারিখোলা এলাকার মোঃ মহিউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাত ১২টার দিকে নিউ মার্কেটস্থ রোভার্স ক্যাফে থেকে কাজ শেষে সহকর্মীদের সাথে বাসায় ফেরেন ইকবাল। পরবর্তীতে সকলেই ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হটাৎ বাড়ির দারোয়ানের ডাক শুনে ফ্লাটের সবাই নিচে গিয়ে দেখতে পান ইকবালের লাশ লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা পড়ে আছে। পরবর্তীতে সহকর্মীদের কয়েকজনসহ আশেপাশের ৪/৫জন মিলে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা ইকবালকে মৃত ঘোষনা করেন। রাতেই সোনাডাঙা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মূল রহস্য এখনো উদঘাটন হয়নি।

নিহত ইকবালের সহকর্মীদের ধারনা, ইকবাল প্রতিরাতেই রাত জেগে মোবাইল ফোনে কথা বলতো। হয়তো অসর্তকতা বসত কোনো কারণে লিফটের ওই ফাঁকা অংশে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!