খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক

‘উপকূলীয় দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি’র অধীনে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কমিউনিটি অর্গানাইজারদের ৪ দিন ব্যাপী দক্ষতা ও উন্নয়ন বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার বিকালে শেষ হয়েছে।

নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডিআরআর প্রোগ্রামের সিনিয়র কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র কর্মকর্তা এ কে এম নাজমুল আলম, সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ মামুনুর রশীদ, খুলনা জেলা ইউনিট তরিকুল ইসলাম, খুলনা জেলা ইউনিটের যুব প্রধান আল আমিন শেখ প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে শেখ হারুনুর রশীদ বলেন, খুলনাঞ্চলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নানা কার্যক্রম চলছে। দূর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের সেবা প্রদানের জন্য কমিউনিটি সংগঠকরা প্রশিক্ষণ নিয়েছেন। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপকূলীয় অঞ্চল পাইকগাছা ও শরণখোলা এলাকার ২৬ জন প্রোগ্রাম অর্গানাইজার অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!