চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কর্মসূচি জোরদারকরণের লক্ষ্যে দেশব্যাপী গণটিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে (১ দিন ১ কোটি) খুলনা মহানগরীতেও গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার সকাল ৯টায় কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করবেন।
১২ বছর ও তদুর্ধ্ব বয়সী জনগোষ্ঠীকে রেজিষ্ট্রেশন/পরিচয়পত্র প্রমাণাদি না থাকলেও শুধুমাত্র নাম, বয়স ও মোবাইল নম্বর প্রদানের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবে।
কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহানগরীর ৩১টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ৯টি করে গণটিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন টিকাদার, ৩ জন ভলেন্টিয়ার ও ৫জন মবিলাইজার নিয়োজিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৪ হাজার ৫’শ জন করে সর্বমোট ১ লক্ষ ৩৯ হাজার ৫’শ জনকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।