করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে। আজ মঙ্গলবার নগরীর ডাকবাংলা, দৌলতপুর বাজার এবং খালিশপুরের চিত্রালি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় মাস্ক না পরার অপরাধে ৩০ জনকে ১৬ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না থাকায় ১০ জনকে আটক করা হয়।
জানা যায়, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-ফয়সাল এবং দেবাশীষ বসাক। দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) গণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন,সদর থানা, দৌলতপুর থানা,খালিশপুর থানা এবং উপজেলার স্ব স্ব থানার পুলিশ সদস্যগণ। স্বাস্থবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম