খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস হোসেন নগরীর খানজাহান আলী রোডের জামাতখানা মোড়ের মৃত মোঃ হায়াত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে পিকচার প্যালেস মোড়ের রোড ডিভাইডারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা লাগে। মাথা ও বুকে প্রচণ্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই নিহত হন ফেরদৌস হোসেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এনএম