খুলনায় মাদক মামলায় এক যুবককে সাত বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাকে ৬ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
আজ বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্ত আসামি আবদুল্লাহ আল মামুন খালিদ (৩৭) আদালতে উপস্থিত ছিল। সে ছোট বয়রা মেইন রোড হাসান আমিরের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৪ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডাঃ মোর্ত্তজা ইন্টার্নী হোস্টেলের পাশে পুলিশের গাড়ী দেখে খালিদ পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ তার দেহ তল্লাশি করে ৫৩ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে ওই ঘটনায় সোনাডাঙ্গা থানার এসআই সোবহান মোল্লা বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন, যার নং ২৩। একই বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা বি এম মনিরুজ্জামান খালিদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা বিচারাধীন আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. মোঃ কামরুল হোসেন জোয়ার্দার এপিপি।
খুলনা গেজেট/কেএম