মাদক মামলায় মোমিন গাজী নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে তাকে।
বোববার খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণরা সময় আসামি মোমিন গাজী আদালতে উপস্থিত ছিলেন। অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার জামরুলতলার মৃত গফুর গাজীর ছেলে সে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানার পুলিশ মাদকদ্রব্য বিকিকিনির সময় রাত পৌনে ১০ টার দিকে সোনাডাঙ্গা আবাসিকের রোড নং ১ প্লট নং ২৮ এ অভিযান চালিয়ে ৬০ কেজি গাজা ও নগদ পাঁচ হাজার টাকাসহ পুলিশ মোমিন গাজীকে গ্রেপ্তার করে। সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবির বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২৮ মে মোমিন গাজীকে আসামি করে তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।
খুলনা গেজেট/এনএম