খুলনায় মাদকের একটি মামলায় এক নারীকে আট বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (২৮ ফেব্রæয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাস্ট্রপক্ষের আইনজীবী এ কে এম ইকবাল হোসেন রায়ের তথ্যটি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামি হলো, বড় বয়রা মসজিদ রোডের শেখ শফিকুলের বাড়ির ভাড়াটিয়া সুমন হোসেন মাঝির স্ত্রী মাহফুজা আক্তার ববিতা (২৮)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ জুন দুপুর পৌনে ১ টায় মহনগর গোয়েন্দা শাখার কর্মকর্তারা বয়রা মসজিদ রোডের শফিকুলের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে মাহফুজা আক্তার ববিতাকে ১১০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। ওই দিন মহানগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী খালিশপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন, যার নং ২৮। একই বছরে নগর গোয়েন্দা শাখার এসআই কাজী আবুল হাসান তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন।
খুলনা গেজেট/কেএম