মাদক মামলায় এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামি হলো, বেনাপোলের কগজীপুকুর এলাাকার আনোয়ার আলীর পুত্র মাহাবুবুর রহমান (৫০)। রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. কাজী সাব্বির আহমেদ ও এড. শেখ শামিম আহমেদ পলাশ এ রায়ের তথ্যটি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৯ অক্টোবর বিকেলে পুলিশ নগরীর দৌলতপুর তুলাপট্টির মধ্যে অভিযান চালিয়ে মাহাবুবুর রহমানকে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। ওই দিন দৌলতপুর থানার এসআই শিহাব উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় একই বছরের ১৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম তাকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারাধীন সময়ে পাঁচ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই