২২ বোতল ফেন্সিডিল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজাসহ সাত মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ি তারিক ইবনে আনোয়ার(২২), পিতা-শেখ আনোয়ারুল কবির, সাং-কাঠিগ্রাম, থানা-শালিকা, জেলা-মাগুরা, এ/পি সাং-শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোড, হোল্ডিং নং-১৫/২, থানা-সোনাডাঙ্গা মডেল; মোঃ ইসমাইল হোসেন(২১), পিতা-মোঃ জয়নাল খাঁ, সাং-০৪ নং বাঁশঘাট, থানা-খুলনা; টনি @ ইউনুচ(২৮), পিতা-মৃত: মোস্তাফা গাজী, সাং-ভাই মোহাম্মদ ইউসুফ এর বাসা ৫ তলা মসজিদের পাশে, থানা-খালিশপুর; মোঃ আবুজাবের শেখ(২২), পিতা-দাউদ শেখ, সাং-নয়া বারাসাত, হোল্ডিং নং-৩৯২, পোঃ-কোলা পাটগাতী, থানা-তেরখাদা, জেলা-খুলনা, এ/পি সাং-পশ্চিম বানিয়াখামার, আন্দির পুকুরের দক্ষিন পাশে, থানা-সোনাডাঙ্গা মডেল; মোঃ আজগর আলী(৩২), পিতা-মোঃ আব্দুস ছাত্তার, সাং-কুশডাঙ্গা, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-আরাফাত আবাসিক এলাকা, থানা-হরিণটানা; মোঃ নুরুন নবি হাওলাদার(২৩), পিতা-মোঃ আরিফ হাওলাদার @ আফান হাওলাদার, সাং-আমতলা, ডাকঘর-কাতিয়ানাংলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-নাজিরঘাট, থানা-সোনাডাঙ্গা মডেল এবং মোঃ আশিক শিকদার(২১), পিতা-মোঃ সেলিম শিকদার, সাং-মহিষমারী, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-দৌলতপুর দেয়ানা বাউন্ডারী রোড, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়িদের নিকট থেকে ২২ বোতল ফেন্সিডিল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা করা হয়েছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ টি আই