খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০
  হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি
  ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

খুলনায় ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত খুলনা মহানগর ও জেলা কমিটির এক সমন্বিত সভা আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিষয়ক খুলনা মহানগর কমিটির সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভায় জাতীয় ভ্যাকসিন পরিকল্পনা অনুযায়ী যাদের সংক্রমণের ঝুঁকি বেশী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। খুলনা মহানগরী ও জেলা পর্যায়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলে সভায় জানানো হয়। এর মধ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদানসহ সকল প্রস্তুতি সম্পন্ন করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে সরকার ইতোমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে ভ্যাকসিন ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রায় এক কোটি ভ্যাকসিন দেশে পৌঁছেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা করোনা পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করছি উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রমও সফল করতে হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা- খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, কেসিসি’র মেয়র প্যানেল সদস্য কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর, মেমোরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, মোঃ আরিফ হোসেন মিঠু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী, মুক্তিযোদ্ধা সংসদ-খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবীর, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মোর্শেদ, মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ বিধান চন্দ্র ঘোষ, আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট হাফিজ মুয়াম্মার গাদ্দাফী, সহকারি অধ্যাপক ডা. স.ম. দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সমীর মল্লিক, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ শফিকুল ইসলাম, ডিপিইও এএসএম সিরাজুদ্দৌলাহ, স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সহকারি তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ সভায় মতামত ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!