মিথ্যা বিজ্ঞাপন দেয়া, মোড়কজাত খাবারে অগ্রীম উৎপাদন তারিখ দেয়ার অপরাধে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকার তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, খুলনা মহানগরের খানজাহান আলী থানাধীন দুটি বাজারে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় মোট ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়। মিথ্যা বিজ্ঞাপন দেয়া, মোড়কজাত খাবারে অগ্রীম উৎপাদন তারিখ দেয়ায় এ জরিমানা আরোপ করা হয়। একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। সহযোগিতা করেন ৩ এপিবিএন খুলনা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট / এমএম