‘নতুন বিশ্ব, নতুন বেতার’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের মতো আজ শনিবার খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে বাংলাদেশ বেতার খুলনা আঞ্চলিক কেন্দ্রের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর এদেশে বেতারের যাত্রা শুরু হয়। স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সবচেয়ে পুরোনো গণমাধ্যম বাংলাদেশ বেতারে প্রতি দর্শক শ্রোতাদের আস্থা বৃদ্ধি পেয়েছে। নতুন প্রযুক্তির সাথে তালমিলিয়ে বেতারকে সামনে এগিয়ে যেতে হবে।
তাঁরা আরও বলেন, দেশের উন্নয়নে বেতার অনেক অবদান রেখে চলছে। বিনোদনের পাশাপাশি দূর্যোগকালীন বিভিন্ন বার্তা নিয়ে মানুষের পাশে থাকে বাংলাদেশ বেতার। মানুষের জীবনমান উন্নয়ন, সরকারের উন্নয়নমূলক প্রচার, কৃষির উন্নয়ন, সাক্ষরতার হারবৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হারহ্রাসসহ সার্বিক উন্নয়নে বেতার অগ্রণী ভূমিকা পালন করে চলছে।
বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক (দায়িত্ব) মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নাহার আক্তার, খুলনা সরকারি আযমখান কমার্স কলেজের সহযোগী অধ্যাপক (অব:) অসিত বরণ ঘোষ, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মোঃ মহিউদ্দিন, খুলনা বেতারের উপআঞ্চলিক পরিচালক মোঃ মোমিনুর রহমান, উপআঞ্চলিক প্রকৌশলী মোঃ সানাউল্লাহ, উপআঞ্চলিক পরিচালক মোঃ শাহিদুল ইসলাম, উপবার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, উপআঞ্চলিক পরিচালক কেএম ইকরামুল কবীর প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বেতারের সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোঃ আল-আমিন শেখ।