খুলনা মহানগরীতে খোলা বাজরে টিসিবি পণ্যের চাহিদা বেড়েছে। এজন্য বাড়ানো হয়েছে তেল ও চিনির বরাদ্দ। তবে কমানো হয়েছে ডালের পরিমাণ। আগামী ১১ আগস্ট বুধবার থেকে এটা কার্যকর হবে। এছাড়া সোমবার (০৯ আগস্ট) থেকে ৭টি ট্রাকের মাধ্যমে উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এমনটাই জানিয়েছেন টিসিবি খুলনার আঞ্চলিক কর্মকর্তা আনিসুর রহমান।
তিনি খুলনা গেজেটকে বলেন, বাই রোটেশনে নগরীতে পাঁচটি ডিলারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হচ্ছে। বর্তমানে প্রতি ট্রাকে ৫০০ লিটার তেল, ৬০০ কেজি চিনি ও ৫০০ কেজি মশুরের ডাল দেওয়া হচ্ছে। তবে চাহিদা বেড়ে যাওয়ায় বরাদ্দের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে প্রতিটি ট্রাকে তেল ৭০০ লিটার, চিনি ৭০০ কেজি ও ডাল ৩০০ কেজি করে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন টিসিবির এই কর্মকর্তা।
টিসিবি সূত্রে জানা গেছে, টিসিবি’র ট্রাক থেকে চিনি প্রতিকেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতিকেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করা হবে।
ঈদের আগে ৫ জুলাই থেকে খুলনাসহ সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। নগরীতে মোট ৪৫ পয়েন্টে ৫ জন ডিলারের মাধ্যমে বাইরোটেশনে প্রতিদিন ৫ টি পয়েন্টে খাদ্যপণ্য বিতরণ করা হয়। খোলা বাজারে এ পণ্যের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় বিক্রি শুরুর দু’ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। পরবর্তীতে ট্রাকসেলে পণ্যের বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়। যা আগামী ১১ আগষ্ট থেকে কর্যকর করা হবে। চলবে ২৬ আগস্ট পর্যন্ত।
খুলনা গেজেট/ এস আই