খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

খুলনায় বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যু

এম সাইফুল ইসলাম

সচেতনতার অভাব, স্বাস্থ্যবিধি না মানাসহ নানা করণে খুলনা জেলায় কোভিড আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে শঙ্কিত জেলার চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের (১ থেকে ৩০ মে) বিভাগে ২ হাজার ৯২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে শনাক্ত ১ হাজার ৯৪ জনই খুলনা জেলার। তার মধ্যে আবার খুলনা শহরের ৯৪৮ জন। এ সময়ে খুলনায় মারা গেছেন ২৫ জন। তাদের মধ্যে মহানগরীর ২০ জন।

জেলায় মাসের প্রথম ১৫ দিনে (১ থেকে ১৫ মে) ৪শ’৪৬ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে নগরীর ৩শ’ ৯৫ জন। এ সময়ে মারা যান ১২ জন। এরপরের ১৫ দিনে (১৬ থেকে ৩০ মে) পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৪৮ জন। এর মধ্যে নগরীর ৫৫৩ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে রোগীর সংখ্যা বর্তমানে ৭০ জন।

করোনা প্রতিরোধ ও চিকিৎসা কমিটির খুলনার সমন্বয়কারী ডাঃ মেহেদী নেওয়াজ খুলনা গেজেটকে বলেন, আগের করোনার চেয়ে বর্তমান করোনা শক্তিশালী। ফলে বর্তমান করোনার বৈশিষ্টের কারণেই বেশি রোগী মারা যাচ্ছে। এছাড়া কঠোর স্বাস্থ্যবিধি না মানা সহ একাধিক কারণ রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশিদা সুলতানা বলেন, এপ্রিলের শুরুর থেকে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। মে মাসের শুরুর দিকে কিছুটা কম থাকলেও ঈদের পরে ফের আবার বেড়েছে।

উল্লেখ্য, খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭২ জন। এদিকে জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ১৭৪ রোগীর মধ্যে খুলনা নগরেই শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৪। অর্থাৎ জেলার প্রায় ৮১ শতাংশ রোগীই খুলনা নগরের। খুলনা নগরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৩৬ জন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!