খুলনা মহানগরীর লবণচরার ইসলামপাড়া এলাকায় বাল্য বিবাহ বন্ধ করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার (০৯ অক্টোবর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ বসাক। অভিযুক্ত কণ্যার পিতাকে অর্থদন্ড করেন তিনি।
সূত্রে জানা গেছে, নগরীর ইসলামপাড়া এলাকায় ১৪ বছরের কিশোরীকে বাল্য বিবাহের প্রস্তুতিকালে অভিযান চালিয়েছে লবনচরা থানা পুলিশ। জেলা প্রশাসনের নির্দেশে তৎক্ষণাত সে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। মেয়ের বয়স গোপন করে বাল্যবিবাহ আয়োজনের নির্দেশ প্রদান করার দায়ে কন্যার পিতাকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ এর যথাযথ বিধান মোতাবেক অর্থদন্ড করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। একই সাথে পাত্রের নিকট থেকে ভবিষ্যতে বাল্য বিবাহের সাথে সংশ্লিষ্ট না হওয়ার মুচলেকা গ্রহণপূর্বক বিয়ের অনুষ্ঠানস্থল থেকে পাত্র পক্ষের চলে যাওয়া নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ বসাক। বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূলে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এআইএন